প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৯:৫৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

মিয়ানমারে আটক বাংলাদেশী নাগরিক ফিরিয়ে আনতে বুধবার ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পতাকা সভায় টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়কের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সহকারী পরিচালক আবু রাসেল সিদ্দিকী।

উক্ত তথ্য নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে,  ২৫ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশীপে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক পতাকা সভা শেষে বাংলাদেশী নাগরিক নিয়ে ফিরে এসে দুপুর ১২টায় টেকনাফ সদর বিওপির জেটি ঘাটে প্রেস ব্রিফিং দেয়া হবে।

পাঠকের মতামত

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...