ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ৯:১৩ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে সঞ্জয় দেব (২২) নামে এক যুবকের লাশ। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, বাঁশখালী থানা পুলিশের একটি টিম সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার তলাবদ্ধ ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাধনপুর ইউনিয়নের দুয়ারীপাড়া কাঁচাবাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায়।

নিহত সঞ্জয় দেব পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের মাস্টার পাড়ার মৃত সিধুল দেবের ছেলে। তিনি এনজিও পরিচালিত ‘মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’-এর অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সঞ্জয় অফিসে যাননি। কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে অফিস থেকে কয়েকজন স্টাফ তার বাসায় গিয়ে দেখেন ঘরটি ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে দেখা যায় তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশীরা জানায়, তিনি ওই এনজিওতে দুই বছর ধরে চাকরিতে ছিলেন। প্রতিষ্ঠানের পাশে ভাড়া বাসায় মা-ছেলের দু’জন একসাথে থাকতেন। ঘটনার আগের দিন তার মা-ছেলের মধ্যে মনোমানিল্য হয় এবং মা আত্মীয়ের বাসায় চলে যান। ঘটনার দিন সঞ্জয় একাই ছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা মর্গে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হবে। পুলিশ তথ্যানুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...