প্রকাশিত: ০৬/০৫/২০১৮ ১:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৪ এএম

প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখা গঠনকল্পে সম্মেলন আহবায়ক কমিঠি গঠন করা হয়েছে। গত ৪ মে উক্ত আহবায়ক কমিঠি গঠন করা হয়।

উখিয়া বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব মহিলা কলেজের অধ্যাপক রনজিত বড়ুয়াকে আহবায়ক, রূপন বড়ুয়াকে সমন্বয়কারী এবং রুবেল বড়ুয়াকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিঠি গঠন করা হয়।

সম্মেলনের আহবায়ক অধ্যাপক রনজিত বড়ুয়া জানান, উখিয়া উপজেলার প্রত্যেক বৌদ্ধপল্লী থেকে নুন্যতম একজন করে প্রতিনিধিত্ব নিয়ে উক্ত সম্মেলন আহবায়ক কমিঠি গঠন করা হয়েছে।

এদিকে সম্মেলন আহবায়ক কমিঠির সমন্বয়কারী রূপন বড়ুয়া জানান, উক্ত আহবায়ক কমিঠি আগামী ১৮ মে শুক্রবার দুপুর দুইটায় উখিয়া পাতাবাড়ী আনন্দভবন বিহার চত্বরে সম্মেলনের আয়োজন করছেন।

আহবায়ক কমিঠির অন্যান্য সদস্য মন্ডলী হলেন-
দীপন বড়ুয়া (কুতুপালং), রিপন বড়ুয়া (কুতুপালং), মিন্টু বড়ুয়া (হাঙ্গরঘোনা, কুতুপালং), নিপু বড়ুয়া (শীলপাড়া, কুতুপালং),শুভংকর বড়ুয়া (পাতাবাড়ী), শীলানন্দ বড়ুয়া টিটু (মহুরিপাড়া),সুর্য্য বড়ুয়া (উখিয়া থানাপাড়া), বাবুল বড়ুয়া (খয়রাতিপাড়া), সাগর বড়ুয়া (জাদিমুরা, রাজাপালং),শাসন বড়ুয়া (শৈলের ঢেবা), শিক্ষক মিলন বড়ুয়া (রেজুরকুল), স্বপন বড়ুয়া (রেজুর কুল),তপন বড়ুয়া (রেজুরকুল), মিটু বড়ুয়া (রেজুরকুল), প্রবাল বড়ুয়া বাবুল (মধ্যরত্না), মিশু বড়ুয়া (পশ্চিমরত্না), শিশু বড়ুয়া (পুর্বরত্না), মিশু বড়ুয়া (পুর্বরত্না), রাখসেন বড়ুয়া (পুর্বরত্না), লিটন বড়ুয়া (চৌধুরীপাড়া), ভোলা বড়ুয়া (চৌধুরীপাড়া),ডা: সুনিল বড়ুয়া (পুরাতন রুমখা), মানস বড়ুয়া (রুমখা মহাজনপাড়া), মিলন বড়ুয়া (মরিচ্যা), এডভোকেট জয়বর্ধন বড়ুয়া (মরিচ্যা), সন্তোষ বড়ুয়া (মরিচ্যা), আপন বড়ুয়া (নলবনিয়া), দীপু বড়ুয়া (নলবনিয়া), লেড়ু বড়ুয়া (রুমখা, বড়বিল) সুদত্ত বড়ুয়া (পান্যাসিয়া), নির্মল চাকমা (মাদারবনিয়া), সুশীল মোহন চাকমা (মনখালী), বানু চাকমা (তেলখোলা), পুজন বড়ুয়া (ভালুকিয়া) প্রমূখ।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...