প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০১/১০/২০২৪ ৯:৫৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার আওয়াজ সমাজের সর্বত্র আজ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে ছাত্র – জনতার আন্দোলন দেশের ক্ষমতার পটপরিবর্তন করেছে। বৈষম্যের কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। যার কারণে সমাজে অস্থিরতা, হানাহানি ও সংঘাতের পথ প্রশস্ত হয়ে পড়ে। এমনিতর প্রেক্ষাপটে আজ বেশি প্রয়োজন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর মূলনীতি অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়ন। আমরা যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটি বৈষম্য দূর করতে চায় তাহলে রাসূলুল্লাহর আদর্শই একমাত্র পথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে ১ অক্টোবর দুপুর ২ঃ৩০ টায় কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত “বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী স. -এর শিক্ষা ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন কাদেরী, ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাওলানা হামিদুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র -জনতার রক্তের বিনিময়ে অর্জিত আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক বিভেদ ও সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে। প্রবন্ধ কার উপস্থাপিত প্রবন্ধে বৈষম্য হীন সমাজ গঠনে মহানবী স.-এর শিক্ষা তুলে ধরতে গিয়ে প্রবন্ধে বৈষম্যের রূপ, প্রভাব, কারণ ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে রাসূলুল্লাহর মূলনীতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রে রাসূলুল্লাহর মূলনীতির চর্চা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ রহমত সালাম, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি শহিদুল আলম বাহাদুর, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামাল, শহর সাংগঠনিক সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান, ছাত্র নেতা আলী হোছাইন, মুসা ইবনে হোছাইন প্রমূখ

পাঠকের মতামত

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপীয় কমিশন এর বিয়ন্ড দ্য ডার্কনেস বইয়ের মোড়ক উন্মোচন

সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

তিন শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত পর্যটন নগরী কক্সবাজারকে ...

উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা ...