প্রকাশিত: ০৫/০৫/২০২১ ১০:২৪ পিএম , আপডেট: ০৫/০৫/২০২১ ১০:২৪ পিএম

সামনের গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। তবে বিয়ের কোনো সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি তিনি।

বুধবার (৫ মে) স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
কোস্ট রেডিওকে তিনি বলেন, সামনের গ্রীষ্মেই দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের পরিকল্পনা করছেন। ২০১৯ সালে তাদের বাগদান হয়েছিল।

তিনি বলেন, আমরা দুজন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি। ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
৪০ বছর বয়সী আডার্ন বলেন, ব্রাইডাল পার্টি করার মতো বয়সের চেয়ে খানিকটা বেশি বয়স হয়ে গেছে বলেই মনে হয় আমার।

তার সঙ্গী গেফোর্ডের বয়স ৪৪। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।
২০১৭ সালে আডার্ন প্রথমবার প্রধানমন্ত্রী হন। তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন।
পরের বছরই তার কন্যা সন্তানের জন্ম হয়। আডার্নের আগে কেবল পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোই প্রধানমন্ত্রী থাকাকালে মা হয়েছিলেন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...