প্রকাশিত: ২৮/০৫/২০২০ ১১:৪৫ এএম , আপডেট: ২৮/০৫/২০২০ ১১:৫৩ এএম
আলমগীর মাহমুদ

আলমগীর মাহমুদ::

আলমগীর মাহমুদ

বিশ দেখলেই ভয় পাই । যদি প্রশ্ন করেন আগে কি পেতেন না? হ্যাঁ ঠিক আগেও পেতাম। ‘ বিষে’ ‘ বিশে’ নয় ।

বজ্জাইত্যা শব্দ ‘বিশ’ বাংলায় ‘ কুড়ি’। বিয়ের বাজারের হিসেব কুড়িতে বুড়ি। ত্রিশে বিরিস (ষাঁড়)।

চার’শ বিশ । 420 Four twenty. কি বলছে আর বর্ণনার প্রয়োজন লায় না।

ছলনাময়ী বিশ । শুনে বুঝা দায় কোনটি লায়লীর মজনু ! বিশে বিশ। বিশে বিষ। বিসে বিস ।

শুনায় এক নামই। কোনটা আপনার যদি শুনেই নিয়া নেন নিশ্চিত ভুলের খেসারত গুণবেন! তারে নামে নয় চিনতে হয় চেহেরা দর্শনে।

বিশে বিশ ঃ-

শতভাগ সাফল্য বুঝাতে ব্যবহৃত। তুই বিশে বিশ পেয়েছিস।

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ বিশে বিষঃ–
(২০) বিশে ”Poison” যেমন ঃ- কীটনাশক।

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ বিসে বিসঃ–

ব্যথার প্রচন্ডতা বুঝাতে চাটগাঁইয়া ভাষায় বিসে বিস। হাত দেয়া দায় । ইংরেজিতে যাকে Pain বলে প্রকাশ করি।

নিউমারিক্যাল এই শব্দটা কারো পাশে বসলেই অর্জন ছারখার করে । সম্রাটকে করে মুকুটহীন।

( ২০) বিশের এই সামর্থ প্রকাশে লায় না আলাদা বর্ণনার। নীরব গাণিতিক শব্দটা দৃষ্টিসীমানায় আসতেই কে যেন তার মর্মার্থের বিলবোর্ডটা উচিয়ে মনরাজ্যে ট্রাফিকের মত দাঁড়িয়ে রয়।

২০২০ কুড়ি কুড়ি ভাইজোড়ের মত আসে দুইহাজার কুড়ি। কুড়ি কুড়ির সাম্রাজ্যে প্রজা বনে গেলাম। মন কইল রাজাধিরাজের অধীন জীবন নির্বাহে “পজেটিভ হ” ।

প্রেমিক ? না প্রতারক? তাহ বুঝার আগেই নববর্ষের প্রথমদিনে শুভেচ্ছা জানিয়ে কই “২০২০ কুড়ি কুড়ি যেন হয় কূঁড়ি, মূকুল, ফুলের, ফলের সবার। ২০ বিশের বছরটি যেন না হয় ” বিষের” ”বিষ্ময়ের”

গেলকাল শুনি আমার জন্মশহর উখিয়ায় আবার বিশের হানা । বিশ পজেটিভ (কোভিড১৯)। ‘ বিশ’ নয় বিষমুক্ত ধরিত্রীই আমাদের অহংকার”

লেখকঃ- বিভাগীয় প্রধান। সমাজবিজ্ঞান বিভাগ উখিয়া কলেজ কক্সবাজার।
alamgir83cox@gmail. Com

পাঠকের মতামত

“নিহত স্বপ্নের গোরস্থান”

মোহাম্মদ আইয়ুব:: মাস্টার খোরশেদ আপাদমস্তক একজন মেধাবী মানুষ। বাল্যকালে শিশু শ্রেণিতে পড়াকালীন শিক্ষকরা বাল্যশিক্ষা বই’র ...