ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৪ ৯:০২ পিএম

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া বিএনপির অন্য নেতকর্মীরা হলেন- ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাদ, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন, মো. সাইফ উদ্দিন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার রাতে হৈ হুল্লোড় করে ইউনিয়নে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে আমিন বাজারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। সেনাবাহিনী তাদের সিগন্যাল দিলে তারা তা অমান্য করেন। এরপর সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর ফেনী ক্যাম্পের লে. কর্নেল তাওহীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়া মেজর ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে, তিনি ছুটিতে আছেন বলে জানান।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘পুরো ব্যাপারটি জানার জন্য আমিও থানায় এসেছি। সেনাবাহিনী একটি সাধারণ ডায়েরি দিয়েছে। সেখানে ৭ জনের নাম উল্লেখ আছে। আজ সকালে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে। তাদের সীদ্ধান্তের ওপর ভিত্তি করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...