প্রকাশিত: ২৭/০৭/২০১৭ ৭:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৯ পিএম

বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের রুমায় ইউএনডিপি পরিচালিত স্কুলের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জুম থেকে ফেরার পথে হত্যা করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু উজানী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। খুনের শিকার ওই শিক্ষকের নাম নুশৈ মং মারমা (৩৫)। তিনি ওই এলাকার পাইথ রং মারমার ছেলে।

রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, ওই শিক্ষক পাহাড়ে জুমের কাজ সেরে পাড়ায় ফিরছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কে বা কারা জড়িত সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

ওসি আরো জানান, ভোরে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য রুমা থানা থেকে পুলিশ পাঠানো হবে। পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা জানান, স্থানীয়রা জনপ্রতিনিধিদের ঘটনার কথা জানিয়েছে। পাড়ার লোকজনদের সাথে পূর্ব শত্রুতা নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ রাতে লাশ উদ্ধার করতে যায়নি। সকালে ঘটনা তদন্তে ও এলাকায় ইউপি চেয়ারম্যানসহ পুলিশ যাবে বলে জানান উহ্লা মং।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...