প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৯:১৯ পিএম
1479217827গত এক বছরে স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা ফ্রিডম হাউজ এমন তথ্য জানিয়েছে। সোমবার ‘ফ্রিডম অন নেট ২০১৬’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।
তারা ৬৫টি দেশের ওপর পর্যবেক্ষণ চালায়। এতে বাংলাদেশ রয়েছে আংশিক মুক্ত দেশের তালিকায়। ফ্রিডম হাউজের বিচারে ইন্টারনেট ব‌্যবহারে স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের স্কোর এবার ১০০ তে ৫৬। কিন্তু গতবছরের প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ছিল ৫১। তার আগের বছর ৪৯।
সংস্থাটির মতে যে দেশের স্কোর যত বেশি ইন্টারনেট ব্যবহারে তারা ততো কম স্বাধীনতা ভোগ করে।
ফ্রিডম হাইজের প্রতিবেদন অনুযায়ী ৬ স্কোর নিয়ে ইন্টারনেটে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে এস্তোনিয়া ও আইসল্যান্ডের মানুষ। আর ৮৮ স্কোর নিয়ে তালিকার তলানিতে রয়েছে চীন। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোর মধ্যে ভারত এবং শ্রীলংকার অবস্থান আগে। অর্থাৎ ইন্টারনেট ব‌্যবহারে বাংলাদেশের চেয়ে তারা বেশি স্বাধীনতা ভোগ করছে। -c

পাঠকের মতামত

১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির মাইলফলকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অসাধারণ অর্জন। উদ্ভাবনের প্রতি ...

কক্সবাজারে রহস্যময় আলো

যদি প্রশ্নটি এইভাবে করা হয় কক্সবাজার কোথায় কোনদিকে নিশ্চয় আপনার আছে তার সহজ উত্তর। কক্সবাজারে ...