প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ২:৩৪ পিএম


ইমার্জিং নেশনস এশিয়া কাপের প্রথম ম্যাচে মাত্র ১২৫ রানে গুটিয়ে গেছে হংকং। জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে ২.৫২ গড়ে ১২৬ রান করতে হবে বাংলাদেশকে।
ছোট লক্ষ্যে খেলতে নেমে স্বচ্ছন্দে এগোচ্ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারে বিনা উইকেটে ৩০ রান করেছে মুমিনুল বাহিনী।

সোমবার কক্সবাজারে প্রথমে ব্যাট করে মাত্র ১২৫ রানে অলআউট হয় হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ব্যাটিংয়ের প্রাণভোমরা বাবর হায়াত। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।
প্রতিপক্ষকে মূলত গুটিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও অলরাউন্ডার নাসির হোসেন। দু’জনই নিয়েছেন ৩টি করে উইকেট।

পাঠকের মতামত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো ...