উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১০/২০২২ ৭:২২ এএম

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সহ মোহাম্মদ শরীফ (৪৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।

শনিবার রাত ৮ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
ধৃত রোহিঙ্গা একই ক্যাম্পের ব্লক সি/১২ এর মোহাম্মদ হাশিমের ছেলে।
র্যাব ৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ধৃত ব্যক্তির লুঙ্গিতে গুজানো অবস্থা হতে একটি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার* করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বর্ণিত ব্যক্তি বিদেশ গমনের উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে উক্ত পাসপোর্ট তৈরী করেছিল।

তিনি আরো বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে দমামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...