প্রকাশিত: ২১/০৯/২০১৭ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বখাটের থাপ্পড়ে লাঞ্ছিত হয়ে ক্ষোভে অপমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। এ ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুরে। এ ঘটনায় বখাটের সহযোগী আশরাফুল ইসলামকে আটক করলেও অভিযুক্ত বখাটে সোহেলসহ অন্যদের আটক করতে পারেনি পুলিশ। আত্মহত্যা করা স্কুলছাত্রীর স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর দাবি বখাটে সোহেলসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচার করা হোক। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের মোস্তা মিয়ার মেয়ে মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মিষ্টি। তার উপর নজর পড়ে এলাকার বখাটে পরিচিত সোহেল মিয়ার। পাশের গ্রামের নুরুল ইসলামের বখাটে পুত্র সোহেল মিয়া প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। স্কুলছাত্রী মিষ্টি তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সোহেল ক্ষুব্ধ হয়ে ওঠে।
মঙ্গলবার বিকালে আয়শা আকতার স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে ৪-৫ জন সহযোগী নিয়ে বখাটে যুবক সোহেল তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হলে আয়েশাকে গালে থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাকে হুমকিও দেয় বখাটে সোহেল। সেই অপমান সইতে না পেয়ে বাড়ির সবার অজান্তে বিষপান করে আয়েশা। পরে অসুস্থ অবস্থায় পলাশবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বখাটে সোহেল ও সহযোগীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সুত্র: মানবজমিন

পাঠকের মতামত

উখিয়ায় বাজার নিলামে নিয়ে বিপাকে ইজারাদার : হাসিল তুলতে বাঁধা, চাঁদা দাবী!

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া বাজাতে বেড়েছে স্থানীয় চাঁদাবাজ চক্রের উপদ্রব। তাদের হাত থেকে রেহাই ...

কক্সবাজারে বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন ...

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...