প্রকাশিত: ১২/১০/২০১৬ ৭:৩৮ এএম

প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও কিছু গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে এসব খবর ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।

মঙ্গলবার মিডিয়াকে তিনি বলেন, ফেইসবুক বন্ধ রাখার প্রশ্নই ওঠে না। এমন কোনো চিন্তাও মাথায় আসেনি।

অন্যদিকে বিটিআরসি কর্তৃপক্ষও জানিয়েছে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ থাকবে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা নিয়ে ব‌্যাপক আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়।

সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান বলেন, এগুলো এখন আর করা যায় না। মাথা ব্যথা হলে কি আর মাথা কাটা যায়? আগে মাথা ব্যথা সারাতে হবে। আমি কয়টা বন্ধ করব? ফেসবুক আছে, ভাইবার আছে, ইউচ্যাট আছে, আরো অনেকগুলো আছে, কয়টি বন্ধ করব আমরা?

ফেসবুক বন্ধ করা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সচিব সারোয়ার আলম বলেন, আমি নিশ্চিত, প্রাথমিক সমাপনী পরীক্ষার কারণে ফেসবুকে বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। আমাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি।

গণশিক্ষা সচিবের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, উনারাও এ ধরনের কোনো প্রস্তাব রাখেননি। ফেইসবুক বন্ধের খবরটি পুরোপুরি গুজব ও ভিত্তিহীন।

প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় ফেইসবুক বন্ধ রাখা হবে বলে যেসব গণমাধ্যমে খবর ছাপা হয়েছে, সেগুলোতে প্রতিবাদ পাঠানো হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব।

আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

পাঠকের মতামত

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...