প্রকাশিত: ১৮/০৭/২০২০ ৯:৫৫ এএম

গত কয়েকদিন ধরে মাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে আমাকে ও আমার ভাইকে জড়িয়ে জগণ্য মিথ্যা স্ট্যাটাস দিয়ে মানহানি করার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার কামালের কারবার নিয়ন্ত্রণ করছেন তার ভাই হোসেন এমন শিরোনাম দিয়ে গত কয়েক দিন ফেসবুকে বানোয়াট স্ট্যাটাস অপ প্রচার করে যাচ্ছে। যা খুবই দুঃখ জনক ।
আমি ব্যক্তি জীবনে কখনো কোন সময় এধরনের কারবারে জড়িত ছিলাম না বর্তমানেও নেই। আমি দৃড়তার সহিত বলছি আমার নির্বাচনী এলাকার ভোটার ও সর্বসাধারণ জনগনের নিকট প্রকাশ্য ও গোপনে জিজ্ঞেসা ও তদন্ত করলে আমি যে কোন ধরনের অবৈধ কারবারে আছি তার কোন প্রমাণ পাওয়া যাবেনা ইনসআল্লাহ ।
বাস্তব সত্য ঘটনা হলো, গত ইউপি নির্বাচনে পালংখালী ইউনিয়নের ৮ ওয়ার্ডে বিপুল ভোটে আমি মেম্বার নির্বাচিত হই। সৎ, নীতিবান ও ন্যায় বিচারক হিসেবে এলাকার আমার ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা রয়েছে । নির্বাচনে পরাজিত ও প্রতিপক্ষ গং আমার জনপ্রিয় দেখে ঈর্ষান্বিত হয়ে সমাজে ভাবমূর্তি ক্ষুন্ন করার কু মানসে কতিপয় ব্যক্তিকে লেলিয়ে দিয়ে ফেসবুক আইডিতে লাগামহীন মিথ্যা স্ট্যাটাস দিয়ে হয়রানি করে যাচ্ছে । ।নির্বাচনের আগেও অনুরূপ ভাবে এধরনের ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছিল।
আমারা ৫ ভাইদের মধ্য ৪ ভাই প্রবাসী। দুবাইতে নিজস্ব দোকান রয়েছে । তৎমধ্যে আবুল হোসাইন সদ্য বিদেশ ফেরত। যৌথ পরিবারে একসাথে বসবাস করে আমরা সবাই আর্থিকভাবে স্বচ্ছল।
প্রতিপক্ষ ষড়যন্ত্র কারীরা আমাকে এবং আমার সদ্য বিদেশ ফেরত ভাই আবুল হোসাইন কে জড়িয়ে ফেসবুক আইডিতে আক্রোশমূলক মিথ্যাচার করছে যার বিন্দু মাত্র সত্য নহে। ভবিষ্যতে এ ধরনের মানহানিকর মিথ্যা স্ট্যাটাস দেয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি। অন্যতায় আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

নিবেদক,
মেম্বার কামাল হোসাইন
গ্রাম পশ্চিম ফারির বিল
এমইউপি ৮ নম্বর ওয়ার্ড
পালংখালী ইউনিয়ন পরিষদ
উখিয়া

পাঠকের মতামত

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম চালুর পরিকল্পনা

আগামী জুলাই মাসের শেষে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক ...

শিশু আইন ২০১৩ নিয়ে কক্সবাজারে কর্মশালা: ন্যায়বিচারে জোর, বাস্তবায়নে গুরুত্ব

“শিশুদের আইনি অধিকার: অভিজ্ঞতা বিনিময় ও পরবর্তী করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ...

সাগর-নদে ভয় আরাকান আর্মি

সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। পরদিনই কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী ...