ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ২:১৬ পিএম

কক্সবাজার জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সদস্য শাফায়েত আজিজ রাজুকে বহিস্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এরআগে তাকে কেন বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয় কেন্দ্র থেকে। বৃহস্পতিবার (২ মে) দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশ তাকে পাঠানো হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি থেকে মনোনীত দুই প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও ভাইস চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ দলের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন

পাঠকের মতামত

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ...