উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২২ ৭:২৮ পিএম

আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিন তিনি নৌবাহিনীর একটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয়ার পর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। সমুদ্র তীর সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রীকে নতুন করে আরও ১২টি উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানাবেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সোমবার (৫ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সফর ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের কক্সবাজার সফরে এসে কক্সবাজারকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিয়ে ইতিমধ্যে কক্সবাজারে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর, রেললাইন, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনসহ আরও কয়েকটি মেগা প্রকল্পসহ বহু প্রকল্প বাস্তবায়ন করেছেন। টাকার অংকে তার মূল্য সাড়ে তিন লাখ কোটি টাকা। সেসব প্রকল্পগুলো ইতিমধ্যে অধিকাংশই দৃশ্যমান হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজারবাসীর দাবির বাইরেও প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য অনেক দিয়েছেন। যা দেশের অন্য কোনো জেলায় দেননি। তারপরও অতি জরুরি হিসেবে এবার প্রধানমন্ত্রীর কাছে আরও ১২টি দাবি জানানো হবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

যেসব দাবি জানাবেন আওয়ামী লীগ নেতারা

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজে হাসপাতাল সংযুক্তিকরণ, কক্সবাজার-মহেশখালী সংযোগ সেতু, বাঁকখালী নদীর তলদেশে টানেল নির্মাণ, কুতুবদিয়া-মগনামা ফেরি সার্ভিস চালু, কক্সবাজার পর্যটন গবেষণা ইনস্টিটিউট নির্মাণ, চারলেনের মেরিনড্রাইভ, ছয় লেনের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয়লেনে উন্নীতকরণ, কক্সবাজার সিটি করপোরেশেন, কক্সবাজার সিটি কলেজ সরকারি করণ, উচ্ছেদকৃত ঝিনুক ব্যবসায়ীদের পুনর্বাসন ও আধুনিক ঝিনুক মার্কেট নির্মাণ।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...