প্রকাশিত: ১০/০৫/২০১৮ ৭:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৭ এএম

মো. রেজাউল করিম, ঈদগাঁও

কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, জীবনের সবক্ষেত্রেই জ্ঞানের প্রয়োজন। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রোহিঙ্গারা স্বাধীন হয়েও এখন পরাধীন। তাদের পাশে থাকায় বিশ^বাসী আমাদের প্রশংসা করছেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার ভিত্তিটা মজবুত করার পরামর্শ দেন। ৯ই মে বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মাহমুদুল করিম মাদুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, জাতীয় মহিলা সংস্থার কক্সবাজারস্থ চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমদ, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত। সহকারী শিক্ষক মোহাম্মদ ইবরাহীমের পরিচালনায় আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ইসলামাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেম্বার সাইফুল ইসলাম, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম. মমতাজুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ সদস্য নুরুল আমিন, মাওলানা নুরুল হাকিম, কহিনুর আক্তার, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম. মোক্তার আহমদ, নুরু কোম্পানী প্রকাশ সাড়া নুরু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ, আবদুর রহমান, কাজী আবদুল্লাহ প্রমুখ। সদর ইউএনও বলেন, ঈদগাঁওর ৬টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা ও প্রশাসনিক থানার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি দেশ ও যুব সমাজকে বাঁচাতে প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে উল্লেখ করেন। কানিজ ফাতেমা তার বক্তব্যে বলেন, প্রতি বছর নতুন প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে দেশ এগিয়ে যাচেছ। লেখাপড়া এক প্রকার সাধনা। তিনি নারী বান্ধব বর্তমান সরকার নারীর উন্নয়নে কাজ করছেন বলে মতামত ব্যক্ত করেন। সোহেল জাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, শক্তি ও সাহসের সাথে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়া এগিয়ে নিতে হবে। তিনি স্কুলের ফলাফলে হতাশা ব্যক্ত করে বলেন, সবাইকে এ ব্যাপারে ব্যর্থতার দায়ভার নিতে হবে। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সুনাম রক্ষায় সকলকে এগিযে আসতে হবে। অন্য বক্তারা মনোবল, চিন্তা, মেধা ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। মোবাইল ব্যবহারে শিক্ষার্থীদের বিরত রাখতে মায়েদের ভূমিকা যথেষ্ট বলে উল্লেখ করে বক্তারা বলেন, বেশি বেশি মূল বই পড়তে হবে। নোট বই নির্ভরতা কাটিয়ে উঠতে হবে। এসময় সদ্য প্রয়াত কম্পিউটার আবিষ্কারক স্টিফেন হকিংয়ের জীবনের সফলতা তুলে ধরেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে একাডেমিক, ক্রীড়া-সাংস্কৃতিক ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ উদঘাটনের চেষ্টা করবেন বলে জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...