প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ৭:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৬ এএম

ভুয়া নথি দিয়ে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এমনকি পাসপোর্ট সংগ্রহ করার অভিযোগে ভারতের হায়দরাবাদের বালাপুর এলাকা থেকে আটক করা হয়েছে তিন রোহিঙ্গা মুসলিমকে। এর মধ্যে একজন নারীও রয়েছে।

এই তিন রোহিঙ্গাই ২০১৩ সালে মিয়ানমার থেকে শরণার্থী হিসাবে হায়দরাবাদে প্রবেশ করে। যদিও সেসময় নিজের আসল পরিচয় গোপন করে স্থানীয় পরিচয়পত্র জোগাড় করে বলে অভিযোগ পাওয়া যায়।

বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা ভি সাইদুলু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ‘হায়দরাবাদে প্রবেশের পরই সেই তিন রোহিঙ্গা স্থানীয় মানুষদের সাথে আঁতাত করে ভুয়া নথি জোগাড় করে এবং পরে সরকারি কর্মকর্তাদের সামনে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে সেই ভুয়া নথি জমা দেয়’।

পুলিশ কর্মকর্তা আরও জানান ‘আবেদনপত্রে সেই রোহিঙ্গা মুসলিমরা নিজেদেরকে ভারতীয় বলে দাবি করেন এবং তার ভিত্তিতেই ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সবকিছুই জোগাড় করে ফেলে। এমনকি তারা নিজেদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলে’।

প্রাথমিক তদন্তে অনুমান মিয়ানমার থেকে পালিয়ে আসা সেই তিন রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কর্তৃক নিবন্ধিত নয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ও ভারতীয় পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য হায়দরাবাদ শহরের বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরগুলিতে কমপক্ষে ৩৫০০ থেকে ৪০০০ রোহিঙ্গা অবস্থান করছে।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...