৩ জুন অনলাইন পোর্টাল উখিয়া নিউজ ডটকম সহ বিভিন্ন অনলাইন নিউজ এবং দৈনিক গণ সংযোগ পত্রিকায় প্রকাশিত উখিয়ায় হুন্ডি ব্যবসায়ীরা বেপরোয়া, প্রশাসনের ভূমিকা রহস্য জনক শীর্ষক সংবাদ সমূহ আমার দৃষ্টি গোচর হওয়ায় ইহার জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ গুলো সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি কখনো কোন সময় হুন্ডি ব্যবসায় জড়িত ছিলাম না বর্তমানেও নেই। এ ছাড়া ও আমার বড়ভাই প্রবাসী মুফিদুল আলম স্বপরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে সৌদি আরবে বসবাস করছেন। বলতে গেলে নিজ দেশে খুবই কম আসে। পত্রিকায় তিনি সৌদি আরবে বসে হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রন করছে মর্মে যে সংবাদ ছাপা হয়েছে তা আদৌ সত্য নহে। প্রকৃত ঘটনা হচ্ছে, আমি সাধারণ ভাবে চলাফেরা সহ বাড়ীর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। স্থানীয় প্রতি পক্ষ গং আমাকে হয়রানী ও আমার পরিবারের ভাব মূর্তি ক্ষুন্ন করার কু মানষে এ ধরনের সংবাদ ছাপিয়েছে। অথচ কোন দিন আমি হুন্ডি ব্যবসায় সম্পৃত্ত ছিলাম না। কেবল ষড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা অপপ্রচার করেছে।
পরিশেষে প্রকাশিত মিথ্যা সংবাদের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি পাশা পাশি উক্ত সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুুরোধ রহিল।
প্রতিবাদকারী
জাফর উল্লাহ
পিতা: সালামত উল্লাহ
সাং: নিদানিয়া, ইনানী
উখিয়া।
পাঠকের মতামত