গত ২৫ মে সিএন অনলাইন পত্রিকায় “উখিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা পালাচ্ছে” সংবাদ শিরোনামটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়েছে যার বিন্দু মাত্র সত্যতা নেই। মূল কথা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে ফার্নিসারের ব্যবসা করে আসছি। আমার বাড়িতে একটি ফার্নিসারের কারখানা রয়েছে। আইন শৃংখলা বাহিনী, সাংবাদিক, সচেতন মহল সরেজমিনে আমার বাড়িতে আসলে তা দেখতে পাবেন। আমি কি ইয়াবা ব্যবসায়ী নাকি ফার্নিসার ব্যবসায়ী। তা আপনারা জানতে পারবেন। ইয়াবা ব্যবসায়ীদের সাথে আমার নাম দেখে আমি খুবই মর্মাহত। উক্ত ইয়াবার সাথে কোন দিন জড়িত ছিলাম না এবং এখনো নেই। আমি ফার্নিসার ব্যবসা করে কোন রকম সংসার চালিয়ে আসছি। আমার প্রতিপক্ষরা ইর্ষান্বিত হয়ে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজ ও প্রশাসনের চোখে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত ভিত্তিহীন সংবাদে জনসাধারণ, পাঠক ও আইন শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আবারো উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ মুবিন
ঘিলাতলী, উখিয়া, কক্সবাজার।
পাঠকের মতামত