সম্প্রতি কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকায় এম সি জালিয়াতী মামলায় আসামীরা অধরা ও কক্স-টিভি নামক ফেইজ বুক আইডিতে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার করায় এর তীব্র নিন্দা এবং জোর প্রতিবাদ জানাচ্ছি।আইনের প্রতি শ্রদ্বা জানিয়ে আমি কক্সবাজার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক আমাকে স্থায়ী জামিন মঞ্জুর করেন।এমতাবস্থায় আমি পালিয়ে বেড়াচ্ছি মর্মে যে সব আপত্তিকর লেখা ছাপা হয়েছে সবই বানোয়াট।বাস্তব ঘটনা হচ্ছে, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের ভূমি জবর দখলকারী ঠান্ডা মিয়ার পুত্র ছৈয়দ আলম ও তার ছেলে বেদার উদ্দীন এবং তার বাহিনীর বিরুদ্বে দায়েরকৃত মামলা হতে রেহায় এবং মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এ ধরনের মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে।স্থানীয় পত্রিকায় ও কক্স-টিভি ফেইজ বুক আইডিতে মানহানি ও আপত্তিকর মিথ্যা অপপ্রচার করায় তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
ফিরোজ আহমদ সওদাগর
খোন্দকার পাড়া, রত্নাপালং
উখিয়া
পাঠকের মতামত