ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৭:৫৪ এএম

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে অংশ নিয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর শাহেনা আক্তার পাখি। বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে মায়ের দাফন শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে কক্সবাজার শহরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখির মা ফাতেমা বেগম। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেয়। মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেঁছুয়াপালং গ্রামে নিজ বাড়িতে পৌঁছান।

শাহেনা আক্তার পাখির বাবা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বলেন, পাখি গ্রেপ্তার হওয়ার পর থেকে টেনশন করছিল তার মা। শুধু পাখি পাখি বলে বলে ডাকতো।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় শাহেনা আক্তার পাখি ৬২ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ৩১ জুলাই কক্সবাজার আদালতে হাজির করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

পাঠকের মতামত

উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

উখিয়ায় কোডেক এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হকের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত দুই শিক্ষককে পিটিয়ে ...

কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী কনস্টেবল প্রার্থীদের বিনামূল্যে পরিবহন দেবে পুলিশ

কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ...