প্রকাশিত: ০৫/১২/২০১৬ ৮:৫৫ পিএম

বিশেষ প্রতিবেদক::

কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল হুদা জাল সনদে ৪ বছর ধরে সরকারী চাকরী করছে। এসএসসি/সমমান পাশ অথবা গ্রাম পুলিশ হিসাবে ১০ বছর চাকরি করার অভিজ্ঞতা দফাদার পদে নিয়োগের মাপকাঠি হলেও পোকখালী ইউনিয়ন পরিষদে এ নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এসএসসি’র জাল সনদ দিয়ে চাকরী নেয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ২০১২ সালে পোকখালী ইউনিয়ন পরিষদের তৎকালীন দফাদার আব্দুছমদ চাকরী থেকে অবসর গ্রহন করলে পদটি শুন্য হয়। তখন পরিষদে কর্মরত ৩ জন অভিজ্ঞ গ্রামপুলিশ দফাদার পদে নিয়োগের আবেদন করেন। কিন্তু তৎকালীন চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার কথা বলে তাদের আবেদন আমলে নেননি। কিন্তু পরে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েই নিয়মনীতি লঙ্ঘন করে একপ্রকার চুপিসারে শিক্ষাগত যোগ্যতা ও চাকরীর অভিজ্ঞতাহীন এক যুবককে দফাদার পদে নিয়োগ দেন। এ ক্ষেত্রে অনৈতিক লেনদেন হয়ে থাকতে পারে বলে গুজব উঠেছে। নিয়োগপ্রাপ্ত দফাদার নুরুল হুদা (৩০) মধ্যম পোকখালী ছমিউদ্দীন মিয়াজী পাড়ার মোহাম্মদ আলমের ছেলে। এর আগে সে দিনমজুরি করত বলে জানান এলাকাবাসী। তখন থেকে দফাদারের সরকারী চাকরী করছে সে। অভিযুক্ত নূরুল হুদা ফোন রিসিভ না করায় উপরোক্ত ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...