উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৯/২০২২ ৭:৩৩ এএম

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত যুবদল নেতা শাওন (২৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাওন সদর উপজেলার মিরকাদিম পৌর যুবদল নেতা।

শাওনের বাবা সোহরাব আলী ও ভাই সোহান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। শাওন এক ছেলে সন্তানের জনক ছিলেন।

শাওনের ভাই সোহান জানান, রাতে পরিবারের লোকজন শাওনের মৃত্যুর খবর পান। এ খবরে যুবদলের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের নিজ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাওন অটোচালক ছিলেন।

স্বজনদের আহজারিতে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শাওন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন রাইজিংবিডিডটকম-কে জানান, নিহত শাওন মিরকাদিম পৌরসভার ৮নং ওয়ার্ডের যুবদলের কমিটির কার্যকরি সদস্য ছিলেন।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...