প্রকাশিত: ২৬/০৩/২০১৯ ৫:২৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুতুপালং এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে কুতুপালং উচ্চ বিদ্যালয় ও কুতুপালং গ্রামের অন্যতম সামাজিক সংগঠন প্রত্যাশা। সকাল ৯টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে সর্বপ্রথম কুতুপালং উচ্চ বিদ্যালয় পুষ্পস্তবক অর্পন করে। পরবর্তীতে প্রত্যাশা, এনজিও কোডেক ও এসএসসি ২০১৬ সালের ব্যাচ শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এরপর সকাল ১০ টায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান। সভায় আরো বক্তব্য রাখেন কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও তরুন যুবনেতা হেলাল উদ্দিন, এনজিও কর্মকর্তা লুতফুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শংকর বড়ুয়া, নারায়ন চন্দ্র শম্পা চৌধুরী, শম্পা চৌধুরী প্রমূখ।
সকাল ১১টায় সামাজিক সংগঠন প্রত্যাশার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রত্যাশার সদস্য ইব্রাহিম মোহাম্মদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক খান, প্রত্যাশার উপদেষ্টা হেলাল উদ্দিন, অরবিন্দু বড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক আজাদ প্রমূখ।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...