প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৩:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:;
টেকনাফের নাইট্যংপাড়া থেকে ৪ কোটি ৩২ লক্ষ টাকা মুল্যের ১ লক্ষ ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ অভিযানে ইয়াবা পাচারকারীদের আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে ২৩ মে বিকালে জানান ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফ পৌর এলাকা নাইট্যংপাড়া রেষ্ট হাউজ বরাবর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২২ মে ১৯ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ নাফ নদীর কিনারায় ওঁৎ পেতে থাকে। আনুমানিক ২০ ঘটিকায় টহল দল নাফ নদীর পাড় দিয়ে কয়েকজন লোককে আসতে দেখে আরও কাছে আসার জন্য অপেক্ষারত থাকে। ইয়াবা পাচারকারীরা দূর থেকে টহল দলকে লক্ষ্য করে ইয়াবা ভর্তি ২টি বস্থাসহ পার্শ্ববর্তী গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় টহল দল তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে তারা বস্তা দুটি ফেলে গ্রামের ভেতর পালিয়ে যায়। অতঃপর টহল দল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশী করে ৪ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যমানের ১ লক্ষ ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’। ##

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...