
উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে দুই যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার বাইশারী-ঈদগড় সড়কের অলিরঝিরি নামক এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা ওসমান গণির ছেলে সাদ্দাম হোসেন (১৮) ও পুনর্বাসনপাড়ার বাসিন্দা করিম মুন্সির ছেলে নুরুল আমিন (২২)।
স্থানীয় সূত্র জানায়, তিন যুবক মোটর সাইকেল যোগে ঈদগড় থেকে রাত ৯টার দিকে বাইশারী যাচ্ছিলেন। এসময় তারা সড়কের অলিরঝিরি নামক স্থানে পৌঁছলে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে। পরে ঘটনাস্থল থেকে জসিম উদ্দিন নামে এক যুবক পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুই জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার দুপুর পর্যন্ত অপহৃতদের সন্ধান মেলেনি বলে জানা গেছে।
অপহৃত সাদ্দাম হোসেনের ভাই ফোরকান সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে অপহৃতদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ বিষয়ে বাইশারী পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু মুসা বলেন, ঘটনাস্থল পুলিশ ক্যাম্প থেকে প্রায় ৫ কিমি পশ্চিমে রামুর ঈদগড় এলাকায়। পালিয়ে আসা যুবকের ভাষ্য মতে, দুই যুবক নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে ঈদগড় পুলিশের সহায়তায় বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ পাহাড়ি এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছে।
পাঠকের মতামত