প্রকাশিত: ১৪/০৫/২০১৭ ৯:৫৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
মায়ের জন্য ভালবাসা স্বরূপ উপহার কিনে, কেক কেটে বা মায়ের পছন্দের খাবার খাইয়ে মাকে খুশি করার মধ্য দিয়ে রবিবার নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস-২০১৭’। প্রতিবছর মে মাসে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে। যদিও মাকে ভালবাসা জানাতে কোনো দিনক্ষণ লাগে না; তবুও মায়ের জন্য ভালোবাসা জানানোর এই দিন ।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে র‌্যালি বের করে।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রির প্রতিনিধি আল্ হাজ্ব খাইরুল বাশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার,সদর ইউপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানাল) মোঃ ফরিদুল আলম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইং মার্মা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জুহুরা বেগম প্রমুখ।

পাঠকের মতামত

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...