প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ১০:১৭ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে মো: হোসেন (৩৬) নামে এক ব্যাক্তিকে ইয়াবাসহ আটক করেছে ৫০ বিজিবি নিয়ন্ত্রিত আশারতলী বিজিবি। রোববার (৭ মে) উপজেলার সীমান্তবর্তী আশারতলী কলঘর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল ৩টায় ঘলঘর এলাকার আবদুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। বিজিবির সদস্যরা বাড়ির চর্থুরপাশে তল্লাসী করে বাড়ির আঙ্গিনা থেকে ৬৯০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা নমুন জন্য বলে লিখা ছিল প্যাকেটের ভিতর। ইয়াবা আটকের বিষয়টি নিশ্চিত করে আশারতলী বিজিবির কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন মুন্সি জানান- আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যায় তাকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার দুলাল।

পাঠকের মতামত

বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারছয় মাসে দুই শতাধিক অভিযান রোহিঙ্গা ক্যাম্পে, গ্রেপ্তার ১০৮

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ ...

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...