প্রকাশিত: ১২/০৯/২০১৮ ৭:০০ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে এবার ফাঁকা গুলি ছুড়ে, রাবার বাগান মালিকের কাছ থেকে সন্ত্রাসী আনোয়ার হোসেন চাঁদা দাবি করেছে।

গতকাল মঙ্গলবার সকাল এগারটায় ইউনিয়নের পিএইচপির মালিকানাধিন আট ও বার নম্বর রাবার বাগানে গিয়ে আনোয়ার এই কা- ঘটনা। এসময় চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অন্তত ৪৫জন শ্রমিককে তাড়িয়ে দেয় আনোয়ার। মালিক কর্তৃপক্ষ টাকা না দেওয়া পর্যন্ত তাঁদের আর কাজে না যেতে হুমকি দেন। অন্যতায় অপহরণ করা হবে বলে জানান।

বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম শ্রমিকদের বরাত দিয়ে বলেন, ‘চাঁদার জন্য মঙ্গলবার সকালে সন্ত্রাসী আনোয়ার তাঁর দলবল নিয়ে শ্রমিকদের তাড়িয়ে দুটি রাবার বাগানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এসময় সে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পাশাপাশি শ্রমিকদের বারটি মুঠোফোনও লুট করে নেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রে প্রধান ও পুলিশ পরিদর্শক একেএম হাবিবুল হাসান বলেন, ‘এমন ঘটনা পুলিশের জানা নেই। কেউ অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিএইচপির বাইশারী ইউনিয়নের দায়িত্বরত হিসাব রক্ষক ইউনুছ খাঁন মুঠোফোনে বলেন, আনোয়ার আতঙ্কে এখন তাঁদের দুটি রাবার বাগানের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করা হলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...