প্রকাশিত: ০১/০৭/২০১৬ ৯:১০ এএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে ::

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ধামনখালী পাড়ার চিতা খোলা নামক স্থানে মৃত অগ্যাপ্রু মার্মার পুত্র মংশৈহ্লু মার্মা (৫৫) নামের এক আওয়ামীলীগ নেতা কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ধামনখালী পাড়া এলকায় দুর্বত্তরা হামলা চালিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

নিহত মংশৈহ্লু মার্মা উপজেলার বাইশারীর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি।

নিহত পারিবার সূত্রে জানান, তাদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত নিয়ে তাদের উপজাতীয়দের মধ্যে বিরোধ রয়েছে বলে পুলিশকে জানান।

নাইক্ষ্যংছড়ি থান ইনচার্জ আবুল খায়ের জানান,রাত ১০ টার দিকে আওয়ামীলীগ নেতা মংশৈহ্লু মার্মা বাইশারী বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইশারী ইউনিয়ন পরিষদের উত্তর পাশে আনুমানিক একশত গজ দুরত্বে পৌছিলে দুর্বত্তরা পিছন থেকে ঘারের উপর অংশে কোপদেয় এতে ঘটনাস্থলেই সে মার যায় বলে নিশ্চিত করেন।তিনি আরও জানান, আমাদের বাইশারীর তদন্তকেন্দ্রের আইসি আনিসুর রহমানকে নিহত পরিবারের সদস্যরা জানিয়েছেন জমি বিরুধের জেরধরে এই ঘটনাটা ঘটিয়েছে বলে তাদের দাবী।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়েছে নিহতের লাশ সুরুত হালের কাজ চলছে বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মে বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া এলাকায় বৌদ্ধ ভান্তে হত্যার ঘটনার সাথে মংশৈহ্লা মার্মার হত্যার ধরন একই। দুর্বৃত্ত তাঁকে ঘাড়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোং।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

আসন্ন পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন এলাকা কুয়াকাটা ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...