প্রকাশিত: ১০/০৫/২০২০ ৩:০০ পিএম

করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৮৮৭ জন আক্রান্ত এবং ১৪ জন মারা গেছেন। শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, দেশের ৩৬ টি ল্যাবে ৫,৭৩৮টি নমুনা পরীক্ষা করে রেকর্ড ৮৮৭ জনকে কভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জন। নতুন ৮৮৭ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৪ হাজার। চব্বিশ ঘণ্টায় নতুন ২৩৬ জন নিয়ে মোট আরোগ্য লাভ করেছেন ২,৬৫০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পাঠকের মতামত

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...