উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৭/২০২৫ ১০:৪১ এএম

দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ বান্দরবানের কেওক্রাডং পাহাড়ের ওপর দিয়ে একে বেঁকে চলে গেছে বেশ সুন্দর মনোরম পিচঢালা একটি সড়ক। উঁচু উঁচু পাহাড়ের সারি, সেইসাথে চারিদিকে সবুজের সমারোহ। মেঘে ঢাকা সড়কে প্রকৃতির অপার সৌন্দর্য ধরা দিয়েছে এই জায়গাটিতে।

এই সড়কটিই এখন দেশের সবচেয়ে উঁচু সড়ক হিসেবে স্থান পেতে যাচ্ছে। কেওক্রাডং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় সড়কটির উচ্চতা দাঁড়াচ্ছে ৯৬৫ মিটার। এত উঁচুতে দেশের আর কোনো সড়ক নির্মাণ হয়নি।

এর আগে থানচি বাকলাই লিক্রে সড়কটির সাদ্রাহাফং পাহাড়ের রেমংপাড়া স্থানটি ছিল সবচেয়ে উঁচু সড়ক। যার উচ্চতা ৯২২ মিটার। এই স্থানটিকে ছাড়িয়ে এখন কেওক্রাডং সড়কটি দেশের সর্বোচ্চ সড়ক।

এ তথ্যগুলো জানিয়েছেন সেনাবাহিনীর ২৬ কনস্ট্রাকশন বেটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নোমান মো: মইনুল ইসলাম।

২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের অনুমোদনের পর ২০২০ সালের জানুয়ারিতে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। সেনাবাহিনীর ২৬ কনস্ট্রাকশন ব্যাটেলিয়ান বান্দরবানের রুমা উপজেলার বগালেক থেকে কেওক্রাডং হয়ে ধুপানিছড়া পর্যন্ত ১৬ কিলোমিটার এই সড়কটির নির্মাণকাজ করেছে।

পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের প্রথম পর্যায়ের ৩১৭ কিলোমিটার সড়কের মধ্যে একটি অংশ এই বান্দরবানের এই সড়কটি। এটি শুধু দেশের সর্বোচ্চ সড়কই নয়, এলাকার পর্যটন, শিক্ষা চিকিৎসা, কৃষিসহ দুর্গম এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সড়কটি। এই সড়কটির বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র ও নানা স্থাপনা।

একইসাথে নিরাপত্তা বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ ক্যাম্প, কাজুবাদাম, আম, লিচু, কফি, আনারসসহ নানা জাতের ফলের বাগান। এই সড়কটি ধরে এগিয়ে গেলে পড়বে স্বচ্ছ সুন্দর গ্রাম মুনলাই পাড়া, প্রকৃতির বিস্ময়কর বগালেক, দার্জিলিংপাড়া, সবচেয়ে উঁচু গ্রাম পাসিং পাড়া, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বত কেওক্রাডং পাহাড় চূড়া, মায়ানমার ভারত সীমান্ত ঘেঁষা সুংসং পাড়া, রোমানা পাড়া, ধুপানিছড়া আর ভারত-মায়ানমার-বাংলাদেশের ত্রি-সীমানা পিলার। যাওয়া যাবে বিশাল প্রাকৃতিক লেক রাইংক্ষ্যংয়ে। অপার সৌন্দর্যের এই জায়গাটিতে পর্যটকদের যাতায়াতও দিন দিন বাড়ছে।

২৬ কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নোমান জানান, দেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উপর দিয়ে সড়কটি নির্মাণকাজ ছিল কঠিন চ্যালেঞ্জ। সড়কটির নির্মাণের সময় সন্ত্রাসী তৎপরতা, বিরূপ আবহাওয়া, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও নানা পারিপার্শ্বিক অবস্থায় খুবই বেগ পেতে হয়েছিল সেনাসদস্যদের। তবে সব চড়াই উৎরাই পেরিয়ে এই সড়কটি এখন স্থান করে নিয়েছে দেশের সর্বোচ্চ সড়কে। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।

কেওক্রাডং পাহাড়ের পর্যটনব্যবসায়ী লালা বম বলেন, সর্বোচ্চ সড়ক আর পাহাড় দেখতে অনেক পর্যটকই এখন এদিকে আসছেন। আগেও পাহাড় দেখতে পর্যটকরা আসতেন, কিন্তু এখন মনোরম পিচ ঢালা পথ আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পর্যটকরা ছুটে আসছেন।

স্থানীয় ফল বাগান চাষী জুয়াল থাং জানান, পুরা কেওক্রাডং পাহাড়জুড়ে উৎপাদিত নানা জাতের ফল সহজেই পরিবহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার ১২টি উপজেলার ওপর দিয়ে ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে ৩০ জুন। যেজন্য ব্যয় হয়েছে ৩ হাজার ৮৪০ কোটি টাকা।

সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৬, ২০ ও ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সীমান্ত সড়ক নির্মাণকাজ পরিচালনা করছে। সুত্র: নয়া দিগন্ত

পাঠকের মতামত

আইএফআইসি ব্যাংক: পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংক পিএলসিতে আমানত ক্রমাগত বাড়ছে। দেশের ব্যাংক খাতে ...

দফায় দফায় সংঘর্ষ, চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক আহত হয়েছেন। উত্তেজনাপূর্ণ ...

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...