রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ আটক
শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি:: সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) ...
উখিয়া নিউজ ডটকম::
কথাটি ঠিক”ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেলোর মত”। ১ ফেফ্রয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে উখিয়া আদালত ভবনের সামনে আইয়ান প্লাজার পাশের একটি বাড়ীতে আগুন লাগে। খবর দেওয়া হলে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষনে পুড়ে ছাঁই হয়ে গেছে বাড়ীর সবকিছু। যদি উখিয়া ফায়ার ষ্টেশনটি চালু হতো তবে এত ক্ষতি হতো কি? যদি চালুই করা না হবে,তাহলে কক্সবাজার -টেকনাফ সড়কের উখিয়া উপজেলার জাদিমুরা এলাকায় প্রধান সড়ক ঘেষে নতুন বৌ,এর মতো রং দিয়ে ফায়ার ষ্টেশনটি সাজিয়ে রাখার কি প্রয়োজন ছিল। ফায়ার সার্ভিস আসতে আসতেই যদি সবকিছু পুড়ে যায় তাহলে এসে লাভ কি। ডাক্তার আসতে আসতেই যদি রোগী মারা যায়,তবে ডাক্তার এসে লাভ কি!
পাঠকের মতামত