প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৮:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৭ পিএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলন্ত শাটল ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম সেনানিবাস এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থী নওরিন আহমেদ নিশি বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী জানান, নগরীর বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ৫০ টার শাটল ট্রেনে বন্ধু সহকারে ক্যাম্পসে যাচ্ছিলেন নিশি। তিনি ট্রেনের সিঁড়িতে বসেছিলেন। হাতে ব্যাগ ও কানে হ্যাডফোন দিয়ে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন তিনি। এ সময় ট্রেনটি চট্টগ্রাম সেনানিবাস এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ছুড়লে তার ডান পায়ে আঘাত লাগে। বোরকা পরা থাকায় তিনি কাউকে বিষয়টি বুঝতে দেননি। এরপর ট্রেন ক্যাম্পাসে পৌঁছুলে তার বন্ধু ও ট্রেনের প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি রোরকা খুলে সেখানে ক্ষত দেখতে পান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল আফিসার মো. আবু তৈয়ব তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেন। কিন্তু তিনি চমেকে ভর্তি না হয়ে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা তার অবস্থা দেখে আতœীয়–স্বজনের অনুমতি নিয়ে চিকিৎসা দেন। তার ডান পায়ে ৩০ টি সেলাই দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল আফিসার মো. আবু তৈয়ব বলেন, আহত অবস্থায় এক নারী শিক্ষার্থী সকালে চিকিৎসা নিতে আসেন। তিনি জানান তিনি ব্যথা পেয়েছেন। তবে কিভাবে ব্যথা পেয়েছেন জানেন না। তার অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেই। তার ডান পায়ের অনেকখানি অংশে চামড়া নষ্ট হয়ে গেছে। শরীরের অন্য স্থান থেকে তা পূরণ করতে হবে।
জেনারেল হাসপাতালের চিকিৎকসরা জানান, আঘাতে ডান হাঁটুতে চামড়া ও মাংস উঠে যাওয়ায় শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ও মাংস এনে তা পূরণ করা হয়েছে। এজন্য ৩০ টির মত সেলাই দেওয়া হয়েছে।
আহতের আতœীয় শায়েদ আয়মান জানান, শাটল ট্রেনে ছিনতাইকারীর ছোড়া অস্ত্রের আঘাতে নিশি ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছে। প্রথমে সে ভয়ে কাউকে কিছু না বললেও পরে তা স্বীকার করে সে। বর্তমানে সে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। তবে আহত মেয়েটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে তথ্য গোপন করেছে। আর তাকে চবি মেডিকেল থেকে চমেক হাসপাতালে পাঠানো হলেও সে একটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তাই বিষয়টি রহস্যজনক।
তিনি আরো বলেন, শাটল ট্রেনের দরজায় বসা নিষেধ। তারপরও শিক্ষার্থীরা যদি সচেতন না হয় তবে এমন ঘটনা বাড়তে থাকবে। আমাদের পরামর্শ কেউ যেন দরজায় বসে যাতায়াত না করে।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...