ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ৬:৪৪ পিএম

নিষেধাজ্ঞা প্রত্যাহারে দীর্ঘ তেইশ মাস পর বান্দরবানে রুমা ও থানচি উপজেলা ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেয়া হলো। আজ শুক্রবার (৬ জুন) থেকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার দর্শণীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।

বৃহস্পতিবার (৫ জুন) নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রশাসনের তথ্যমতে, থানচি উপজেলায় নৌ-পথে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া সড়কপথে তমাতুঙ্গী পর্যন্ত করতে পারবেন পর্যটকেরা। অপরদিকে রুমা উপজেলায় দেশের পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া হয়ে পাহাড়ের চূড়ায় রহস্যময় বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা।

সীমিত পরিসর ব্যতিত অন্যান্য এলাকাগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবোচনায় ২০২৩ সালের ১৬ মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। দীর্ঘ আড়াই মাস পর ২০২৪ সালের ২৩ জুন থানচি উপজেলা ভ্রমণের জন্য খুলে দেয়া হলেও পরিস্থিতি বিবেচনায় কয়েকদিন পর ফের নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, জেলা আইনশৃংখলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভা গতমঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত এবং সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রীগেডের পত্রের আলোকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

শর্ত মেনে শুক্রবার (৬ জৃন) থেকে পর্যটকরা ঘোষিত স্পটগুলো ভ্রমণ করতে পারবেন। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যালোচনা করে পরবর্তীতে অন্যান্য দর্শণীয় স্থানগুলোও ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে। তবে ঘোষিত এলাকাগুলো ব্যতিত অন্যস্থানগুলো ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...