প্রকাশিত: ১৯/০৬/২০১৭ ১১:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০১ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের দরিয়ানগরে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে দরিয়ানগর ভেটিনারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবির জানান, হাতির পাল খাদ্যের সন্ধানে দরিয়ানগর এলাকায় আসে। এসময় পথ ছেড়ে হাতির পাল উপরে পাহাড়ের ঢালুতে উঠে কাঁঠাল খায় বলে চিহ্ন পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে, কাঁঠাল খেতে উপরে উঠে পাহাড় ধসে খাদে পড়ে সেখানে আটকে যায় হাতিটি। উপর থেকে পড়ে গভীর মাটিতে আটকে আঘাত প্রাপ্ত হয়ে হাতিটি মারা গেছে।

এদিকে হাতির মৃত্যু ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। সকালের দিকে তিনি তার দল নিয়ে ঘটনাস্থলে যান। এসময় তিনি হাতির মৃত্যুর কারণ নির্ণয়ও পরিবেশগত দিক নিয়ে পর্যবেক্ষণ করেন।

সরদার শরীফুল ইসলাম বলেন, সম্প্রতি বৃষ্টি কারণে পাহাড় নরম হওয়া মাটি ধসে পড়ে হাতিটি মারা গেছে। পাহাড়গুলো ন্যাড়া হওয়ায় ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ে গাছ-গাছালি থাকলেও হয়তো গাছে আটকে হাতিটি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতো।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবির বলেন, ‘ভেটিনারি চিকিৎসক এনে হাতিটি ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের পর হাতিটির মরদেহ পুতে ফেলা হবে।’

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...