প্রকাশিত: ৩১/০১/২০২১ ৯:০৬ এএম

দক্ষ পেশাজীবীদের নাগরিকত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত।

শনিবার আইন সংশোধনীর মাধ্যমে এ ঘোষণা দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন।

দুবাই ভিত্তিক ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমস বলছে, এই আইন সংশোধনের ফলে বিভিন্ন দেশের পেশাজীবী যেমন বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও তাদের পরিবার আমিরাতে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।

এই বিষয়ে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, নতুন এই আইনের লক্ষ্য হলো, আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন এমন প্রতিভাবনদের আকৃষ্ট করা’।

তিনি আরও বলেন, ‘আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমিরি আদালত এবং নির্বাহী পরিষদ প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত মানদণ্ডের অধীনে যোগ্যদের মনোনিত করবেন’।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...