প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ৩:৩১ পিএম , আপডেট: ২৫/০৩/২০২৫ ১:৩৯ পিএম

টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যা্ম্পে পানির সংকট চরম আকার ধারণ করেছে, যা কয়েক হাজার মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য হুমকিস্বরূপ হওয়ায় সীমান্তবিহীন চিকিৎসক দল /মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গা শরনার্থীরা প্রতিদিন জনপ্রতি দশ লিটার পানি পাচ্ছেন জীবনধারনের জন্য, যা একজন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার অর্ধেক। বর্তমানে, উদ্বেগজনক হারে পানি সংরক্ষনের স্বল্পতা বৃদ্ধি এই সংকটকে আরো কঠিন করে তুলেছে। টেকনাফ মুলত মজুদকৃত পানির উপর নির্ভরশীল। কিন্তু এইবছর আশংকাজনক হারে মজুদকৃত পানির সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশে এমএসএফ-এর মিশন প্রধান আন্তোনিও কারাডোনা বলেন, “পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। টেকনাফে প্রতিদিন জনপ্রতি দশ লিটার পানি পাওয়া যায়, যা একজন মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে জীবনযাপনের জন্য পর্যাপ্ত নয়। ক্যাম্পজুড়ে ছড়িয়ে পড়া নানা রোগের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব থেকেই এই সংকটের তীব্রতা স্পষ্ট”।

নূর আলম, একজন রোহিঙ্গা শরণার্থী, ক্যাম্পের বাস্তবতা তুলে ধরে বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে পানি সংকট তীব্র হতে দেখছি, এখানে সাহায্য সহযোগীতাও অনেক সীমিত। অনেককেই বাধ্য হয়ে অনেক দূরে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পানি আনতে হয়, যা অনেক বেশি সময়সাপেক্ষও। “
জরুরী সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকা, প্রয়োজনীয় পানি সরবরাহ ব্যবস্থা আরো উন্নত এবং দ্রুতগতির করার সুযোগ রয়েছে।কলেরার মতো পানিবাহিত রোগসহ নানাধরনের চর্ম রোগের ক্রমবর্ধমান ঝুঁকি হ্রাস করতে এবং ক্রমবর্ধমান অপুষ্টিজনিত সমস্যার সমাধানের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা এবং লক্ষ্য রাখা প্রয়োজন। এইসব সংকটের ক্রমবর্ধমান প্রভাব মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য সরাসরি হুমকিস্বরুপ।
ক্রমবর্ধমান সংকট মোকাবেলায়, এমএসএফ একটি বোরহোল এবং একটি ওয়াটার ফিলিং স্টেশন স্থাপন করেছে ক্যাম্পে ওয়াটার ট্রাকিং সিস্টেমকে সহায়তা করার জন্য। এই জরুরী পদক্ষেপগুলো যদিও এ সংকটের সাময়িক সমাধান দেয়, তবে তা মোটেও দীর্ঘস্থায়ী এবং পর্যাপ্ত নয়।

এমএসএফ, কর্তৃপক্ষ এবং দাতাসংস্থাগুলোকে জরুরী ভিত্তিতে টেকসই পানি সরবরাহ ব্যবস্থার উপর বিনিয়োগের অগ্রাধিকার দেওয়ার আহ্ববান জানাচ্ছে। পাশাপাশি দায়িত্বশীল অংশীদারদের কাছে জবাবদিহিতা এবং সক্রিয় অংশগ্রহনের আহ্ববান জানানো হয়েছে।

পাঠকের মতামত

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপীয় কমিশন এর বিয়ন্ড দ্য ডার্কনেস বইয়ের মোড়ক উন্মোচন

সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

তিন শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত পর্যটন নগরী কক্সবাজারকে ...

উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা ...