প্রকাশিত: ১৫/০৫/২০২০ ৯:২৫ পিএম , আপডেট: ১৫/০৫/২০২০ ৯:২৬ পিএম
Single Page Top

উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে শুক্রবার (১৫ মে) শনাক্ত হওয়া তিন রোগীর মধ্যে একজন রোহিঙ্গা শরণার্থী নন। তিনি একজন এনজিও কর্মী, বাংলাদেশি নাগরিক। ৩০ বছর বয়সী ওই যুবক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’র ফিল্ড ফ্যাসিলেটর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ১৭ নাম্বার ক্যাম্পে কর্মরত ছিলেন। বর্তমানে ৮ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ওই এনজিও কর্মী নিজেই মোবাইলে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইতোপূর্বে এনজিও ‘ইপসা’র একজন কর্মকর্তার করোনা পজিটিভ হয়েছে। ওই ঘটনার পর অন্য সকলের মতো তিনিও উখিয়ার থাইনখালী এলাকায় ভাড়া বাসায় তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

তবে শরীরে করোনাভাইরাসের কোন ধরণের উপসর্গ নেই বলে দাবি করেন তিনি।

তিনি ধারণা করছেন, ‘ইপসা’র কোটবাজার অফিসে ওই কর্মরত শাহেদ নামের ওই কর্মকর্তার সংস্পর্শে এসে হয়তো তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

ওই যুবক জানান, তিনি গতকাল (বৃহস্পতিবার) গয়ালমারা মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতালে স্যাম্পল জমা দিয়েছিলেন। করোনার কোন উপসর্গ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা নিতেই চায়নি। অথচ নমুনা পরীক্ষার পর জানতে পারলেন তিনি পজিটিভ।

তার সাথে উখিয়া উপজেলা থেকে চিকিৎসকরা যোগাযোগ করেছেন। তিনি ধারণা করছেন, তাকে প্রাতিষ্টানিক আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার রোহিঙ্গা শিবির থেকে শনাক্ত তিনজন রোগীর মধ্যে দুইজন রোহিঙ্গা শরণার্থী। তাদের মধ্যে একজন মহিলা ও অন্যজন পুরুষ। ৩০ বছর বয়সী পুরুষটি উখিয়ার কুতুপালং এলাকার ‘টু ডব্লিউ ডি ফোর’ ক্যাম্পের বাসিন্দা। মহিলা রোহিঙ্গাটির বয়স ৪২ বছর। তিনি থাকেন ‘পি২-৫’ ক্যাম্পে।

এ নিয়ে রোহিঙ্গা শিবিরে চারজন নয়, তিনজন রোহিঙ্গার শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেল।
©কক্সবাজার ভিশন ডটকম

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer