প্রকাশিত: ২৭/১০/২০১৭ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৫ এএম

আমার চেস্ট এই ফেসবুকে নতুন কিছু না। আমার চেস্ট বা খোলামেলা অনেক ফটোশুট অলরেডি এই নেট দুনিয়াতে আছে’ কথাগুলো জানিয়েছেন মিজ আয়ারল্যান্ড ও মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি।

গত বুধবার (২৫ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে কিছু কথা লিখেছেন প্রিয়তি। তার সেই কথাগুলো বাস্তবে পূরণ পারলে হয়তো কাউকে ধর্ষণের শিকার হতে হবে না। থাকবে না ইভটিজিংয়ের মত অস্বস্তিকর কোন পরিবেশ। নিজের মানসিকতা পরিবর্তন করে সুশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রিয়তি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভিডিওতে আপনারা দেখছেন আমার পিছনে ও পাশে কিছু পুরুষ মানুষ আর সামনে পুরো দেয়াল জুড়ে আয়না। চাইলেই উনারা আমার পাছার দিকে আর আয়না দিয়ে আমার বুকের দিকে তাকিয়ে থাকতে পারে, চোখে চোখ পড়তে পারে, অথচ আমি নিজ চোখে একজনকেও দেখলাম না আমার দিকে কেও তাকিয়েছে, বাজে দৃষ্টি তো দুরের কথা।

আমি বলছি না ওরা তুলসী পাতা ধোয়া মানুষ। ওরাও তাকায় কিন্তু আমরা দেখতে পাইনা। ওরাও পর্ণ মুভি দেখে। গার্লফ্রেন্ডদের নিয়ে বিছানায় যায়। কিন্তু একই সময় তারা তাদের ভদ্রতার সীমারেখা জানে, চোখ কন্ট্রোল করতে জানে, সম্মান করতে জানে। কেও যেন তার/তাদের পাশে অস্বস্তি অনুভব না করে এবং পাশের মানুষ যেন তার/তাদের পাশে নিরাপদ ও সিকিউর ফিল করে।

আপনারা কি পারেন না, আপনার বিপরীত লিঙ্গকে দেখার দৃষ্টি ভঙ্গি বদলাতে? পারেন না, চোখকে কন্ট্রোল করতে? পারেন না, পাশের মানুষটি যেন আপনার পাশে অস্বস্তি ফিল না করে সেই দিকে খেয়াল রাখতে? অন্তত শিক্ষিত সমাজের কাছে তো এইটুকু আশা করা যায়।

অবশ্যই পারেন, যদি আপনি চান। কারণ, চোখ আপনার, মন আপনার, মস্তিষ্কও আপনার। আর এইগুলোর নিয়ন্ত্রণ করার মালিক ও আপনি। দরকার শুধু নিজের সাথে নিজেই চর্চা করার, নিজেকে আয়ত্তে আনার।’

প্রিয়তির ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-

পাঠকের মতামত