উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১২/২০২৪ ৮:৫২ পিএম

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদল নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন জনতা। পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে।

রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের আটক করেনে জনতা।

গ্রেপ্তাররা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেদোয়ান ও রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন ভুক্তভোগী সৌরভ। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপাশা এলাকায় রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা ওই যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। এলাকাবাসীর সন্দেহ হলে বিমানবন্দর থানার ওসিকে জানানো হয়। ওই থানার কেউ অভিযানে যায়নি- ওসি এ তথ্য নিশ্চিত করলে এলাকাবাসী দুজনকে আটক করেন। অপর দুজন পালিয়ে যান।

কাজিরহাট থানার ওসি মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হয়েছেন।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাযুন কবীর বলেন, তাদের কমিটিতে একজন সহসভাপতির নাম সাকিবুল হক রাসেল। মাধবপাশায় গ্রেপ্তার হয়েছেন রাসেল। দুজন একই ব্যক্তি বলে তারা জানতে পেরেছেন। চাঁদাবাজির অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...