প্রকাশিত: ১০/০৫/২০১৭ ৭:৩৩ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় কাশেম বাহিনী প্রধান, ‘আবুল কাশেম’ আটক হয়েছে। সে জুমছড়ি গ্রামের মৃত শহর আলির ছেলে ও সাবেক ইউপি সদস্য।

কক্সবাজার শহর থেকে গত সোমবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাঁকে আটক করে। পিবিআইবি সূত্র জানায়, আবুল কাশেমকে মঙ্গলবার (৯মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ‘আবুল কাশেম’ কাশেম বাহিনীর প্রধান। তাঁর নেতৃত্বে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সরবরাহ করা হত। ইতোপূর্বে নাইক্ষ্যংছড়ি হামলাসহ নানা ঘটনায় তাঁর নিজস্ব লোকজন অংশ নিয়েছে। পুলিশ সূত্র জানায়-আবুল কাশেমের বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও একাধিক বন মামলা রয়েছে। আবুল কাশেম আটক হওয়ায় তাঁর নিজ গ্রামে খুশির আবহ বিরাজ করছে।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...