প্রকাশিত: ১৬/০২/২০২২ ৬:২৫ এএম

কক্সবাজারের টেকনাফ থেকে নয় ছাত্র বিশেষ কায়দায় পেটে করে ২৪ হাজার পিস ইয়াবা পাচারকালে ৯ ছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের কেউ স্কুল, আবার কেউ কলেজের ছাত্র। শীতাতপ নিয়ন্ত্রিত বাসযোগে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় সোমবার রাতে র‌্যাবের টিম এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায় ৯ ছাত্রকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে- তাদের পেটে ইয়াবা রয়েছে। পরে তাদেরকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। এতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের পেট থেকে বিশেষ কায়দায় ২৩ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হচ্ছে- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরপাড়াতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র তোফায়েল আহমেদ (১৯), দত্তের বাজার গ্রামের আজিজুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম রিফাত (২২), চরফরদী গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সদ্য এইচএসসি পাস আশিকুল ইসলাম (১৯), পটুয়াখালীর সদর থানার পশুরবুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে দশম শ্রেণি পড়ুয়া সোহেল (২১), নেত্রকোনার কেন্দুয়া থানার পিজাহাতি গ্রামের কামরুল হাসানের ছেলে ডিগ্রি পরীক্ষার্থী মিতুল হাসান মাহফুজ (২২), গাজীপুরের জয়দেবপুর থানার আমবাগ গ্রামের মৃত মাছুদ ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম ইসলাম (১৯), ময়মনসিংহের পাগলা থানার বাকশি গ্রামের ফখরুদ্দিন পাঠানের ছেলে ডিগ্রি পরীক্ষার্থী রিশাত পাঠান (২২), একই গ্রামের রতন মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী মো. সেলিম (২২), নয়াবাড়ি গ্রামের আসাদ মিয়ার ছেলে ডিগ্রি পরীক্ষার্থী মো. গোলাপ (২২)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,গ্রেপ্তাররা ময়মনসিংহের মাদকের ডিলারের এসব ইয়াবা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল বলে জানা গেছে। ছাত্রদের এ ধরনের আরও অন্তত ছয়টি গ্রুপ একইভাবে দেশের অভ্যন্তরে মাদক পাচারে সক্রিয় রয়েছে।

টেকনাফ থেকে ৯ ছাত্র বিশেষ কায়দায় পেটে করে ২৪ হাজার পিস ইয়াবা পাচার করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।এই ৯ মাদক পাচারকারীর বিরুদ্ধে মঙ্গলবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত

গোল্ড কাপ ফাইনালে টিকিট কেলেঙ্কারি, মাঠে দর্শকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলা

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। শুক্রবার ...

উখিয়ায় বাল্যবিবাহ বন্ধে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ...

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। ...