প্রকাশিত: ৩১/০১/২০১৮ ১০:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৮ এএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি::

টেকনাফে মিয়ানমার হতে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ৭ পাচারকারী দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার সময় এদের আটক করে বিজিবি।

জানা গেছে, পশ্চিম বঙ্গোপসাগরের কক্সবাজার-মেরিন ড্রাইভ সড়ক দিয়ে বিজিবি টহল টিম একটি ট্রলারসহ ৭ জন বাংলাদেশী দালালকে আটক করে। পরে এসব পাচারকারী দালালকে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আটক বাংলাদেশীরা মিয়ানমার হতে ট্রলার যোগে রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করে। ফলে এদের প্রতিজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। সাজা প্রাপ্তরা হচ্ছেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের আব্দুস সুবহানের ছেলে আব্দুর রহমান (২৮), আলী আহমদের দু’ছেলে মোহাম্মদ আনিস (১৮) ও আব্দুল আমিন (২৮), মোহাম্মদ আমিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৩৮), নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (২৮), মোহাম্মদ হোসেনের ছেলে মো: ইলিয়াছ (২৫), কবির আহমদের ছেলে মোহাম্মদ সেলিম (৩৭)।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হওয়ার পর হতে এ পর্যন্ত মাদক ও মানব পাচারে জড়িত ৭ শতাধিক অপরাধীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। বেশ কিছু দিন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ছিলো। পাশাপাশি স্থানীয় দালালদের সম্পৃক্ততাও অনেকটা কমে এসেছিলো। এদিকে শাপপরীরদ্বীপ বিজিবি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার এনায়েত আলী জানিয়েছেন, ৭ জন পাচারকারীকে ধরে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়েছে। এসময় পাচারকাজে নিয়োজিত একটি ট্রলারও ধবংস করে দেয় বিজিবি।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...