ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৮:০৪ পিএম

টেকনাফে বেপরোয়া বাসের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। নিহত শাহ আলম মিনা বাজার টেকপাড়া এলাকার গোলাল হোসের ছেলে।

বুধবার (২৩ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষসূত্রে জানা যায়, শাহ আলম মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রতিদিনের ন্যায় ভোরে সড়কে হাঁটাহাঁটি করেন। ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টেকনাফগামী এ.আলম সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে এবং হোয়াইক্যং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...