প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৮:৫০ এএম

টেকনাফ প্রতিনিধি::marrige-love

টেকনাফে প্রেমের টানে শ্যালিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুলাভাই। এরা হলেন ধুমপ্রাং বিল এলাকার জাহেদ মিকারের পুত্র মো. ইসলাম (৩৫) ও গোদারবিল এলাকার মো. কামালের স্ত্রী তছমিন আক্তার (২২)। ৭ এপ্রিল শুক্রবার টেকনাফের গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বৎসর পূর্বে চকরিয়া এলাকার কফিল উদ্দিনের মেয়ে তছমিন আক্তারের সাথে টেকনাফ গোদারবিল এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র কামালের বিয়ে হয়। তাদের ‌‍‍সুখের সংসারে এক সন্তান রয়েছে।

এই সুখের সংসারে বাধা হয়ে আসে দুলাভাই মো. ইসলাম। সবার অজান্তে ইসলাম তার শ্যালিকা তছমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। দুলাভাইয়ের মিষ্টি কথায় সংসারের প্রতি টান কমতে থাকে শ্যালিকা তছমিনের। বেড়ানোর নাম করে শ্যালিকা তছমিনকে বার বার বাড়ি নিয়ে আসতো ইসলাম। এক পর্যায়ে তছমিনের শ্বশুর বাড়ির লোকজন তছমিনকে আনতে গেলে বাধ সাধে দুলাভাই মো. ইসলাম। দীর্ঘ দেন দরবারের পর বাড়িতে নিয়ে আসলেও কিছুদিন সংসার করার পর ফের দুলাভাইয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় সে।

জানা গেছে, মো. ইসলামের সংসারেও দুই সন্তানের রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় দুলাভাই মো. ইসলামকে প্রধান আসামি করে অভিযোগ দাখিল করেছে তছমিনের দেবর জামাল হোছন। পুলিশ হন্যে হয়ে ইসলামকে খুঁজছে। এ ঘটনা এখন টেকনাফে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...