প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ১০:২২ পিএম

lasটেকনাফ প্রতিনিধি::

দু’টো লাশের গন্ধ শুকাতে না শুকাতে টেকনাফে আর একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৬মে শাহপরীরদ্বীপ একটির জেলের লাশ ও সেন্টমার্টিনে গলায় ফাঁস লাগানো একটি মহিলার লাশ উদ্ধার করেছিল। গত ১৮মে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়ার মোঃ হাশিম ঘোনা নামক স্থান হতে গলায় ফাসঁ লাগানো ছমিরা বেগম (২২) নামে মহিলার লাশ উদ্ধার করে। সে একই এলাকার মোঃ হাসানের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, সে সকালে তার পিতা-মাতা ঘর থেকে বেরিয়ে পড়লে নিহত ছমিরা বাড়ির খুটিঁর সাথে গলায় ফাসঁ লাগিয়ে মৃত্যু বরণ করেন। ছমিরার ছোট বোন বাড়িতে ঢুকে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তার পিতা-মাতাকে খবর দেয়। পিতা মাতা বাড়িতে এসে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কি কারনে ছমিরা মৃত্যবরণ করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ বলেছে পোষ্ট মডেমের রির্পোট না আসা পর্যন্ত বলা যাবেনা। এ রির্পোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে থানার কর্তব্যরত অফিসার জানিয়েছেন।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...