প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৩:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে দু’টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ২৫ জুলাই রাতে সাবরাং ইউপির কাটাবনিয়া কবরস্থান এলাকায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

এব্যাপারে টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু দুস্কৃতকারী, সন্ত্রাসী ঐ এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করবে- এমন সংবাদে নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঐ স্থানে অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় অস্ত্র পাচারকারীদ্বয় তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। এসময় দু’টি আগ্নেয়াস্ত্র ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নাফনদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার: নাফনদীর জাদিমুরা বরাবর মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া জেলে নুরুল আলম (৩৫) এর লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। সে জাদিমুরা এলাকার নুর মোহাম্মদের ছেলে। ২৬ জুলাই বেলা ১১ টার দিকে থানার এসআই মাহির উদ্দিন খাঁন নেতৃত্বে একদল পুলিশ শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, উদ্ধার হওয়া জেলের পরিচয় লাশটি তাদের পরিবারের সনাক্ত করেছে এবং পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২৪জুলাই সকালে উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরাস্থ নাফনদীতে মোস্তাক আহমদের পুত্র নোম্মাল হাকিম (৩০) ও উদ্ধার হওয়া জেলে মৃত হাবিব উল্লাহর মেয়ে জামাই নুর আলম (৩৫) ভাসা জাল নিয়ে ইলিশ মাছ শিকারে যায়। মাছ শিকাররত অবস্থায় প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কবলে পড়ে জইল্যারদ্বীপ সংলগ্ন নাফনদীতে নৌকাটি ডুবে যায়। ঐসময় জইল্যারদ্বীপে গিয়ে বিহিঙ্গী জালের ভেতর হতে লোকমাল হাকিমকে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করে। এরপর থেকে উদ্ধার হওয়া নুরুল আলম নিখোঁজ ছিল।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...