উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৯:১৯ এএম

কক্সবাজার জেলার টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ওসমান গনি (১৯), আব্দুল রশিদ (১৯), মো. আয়েস (১৯), হ্নীলার ২৬ নম্বর ক্যাম্পের নুর কামাল (১৯) ও মো. ফারুক (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন নির্জন এলাকায় ছিনতাই ও ডাকাতি করত।

তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

পাঠকের মতামত

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

তারেক রহমানের প্রত্যাবর্তনে মনোনয়ন বিরোধ ভুলে একসাথে কক্সবাজারের দুই বিএনপি নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ...

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...